প্রকাশিত: Mon, Dec 12, 2022 3:42 PM
আপডেট: Sun, Jan 25, 2026 4:32 PM

ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩

মিহিমা আফরোজ: ইতালির রোমে অবস্থিত ফিদেনে অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলার সময় বন্দুকধারী হামলা চালায়। গত রোববার এ ঘটনাটি ঘটেছে। এই হামলায় ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীসহ ৩ জন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সবাইকে মেরে ফেলব’ বলেই গুলি চালাতে শুরু করে বন্দুকধারী। বিবিসি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, নিহত ব্যক্তিদের একজন তার বান্ধবী। তার নাম নিকোলেত্তা গোলিসানো। নিহত অপর দুই নারী হলেন এলিসাবেত্তা সিলেনজি এবং সাবিনা স্পেরান্দিও। গুলিতে আহত ব্যক্তিদের দুজন নারী এবং দুজন পুরুষ। তাদের একজনের অবস্থা গুরুতর।

ইতালির সংবাদপত্র লা রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির ভাইস প্রেসিডেন্ট লুসিয়ানা সিয়োরবা ঘটনার সময় ক্যাফেতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বন্দুকধারী ক্যাফেতে ঢুকে ‘আমি সবাইকে মেরে ফেলব বলে’ চিৎকার করে। এরপর তার কাছে থাকা বন্দুক দিয়ে গুলি চালাতে থাকে। ঠিক এ সময় হতাহতের ঘটনাটি ঘটে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং পুলিশ এসে তাকে আটক করে।

রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি এ হামলার ঘটনাকে ‘সহিংসতার ভয়াবহ একটি পর্ব’ বলে উল্লেখ করেছেন। গুয়ালতিয়েরি বলেন, সোমবার তিনি একটি জরুরি বৈঠক করবেন। এ ঘটনায় ৫৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কমিটির সদস্যদের কয়েক জনের সঙ্গে তার বিরোধ থাকার কথা জানা গেছে।

এক ফেসবুক পোস্টে জর্জিয়া মেলোনি তার বান্ধবী নিকোলেত্তা গোলিসানোর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মেলোনি আরও লিখেছেন, কয়েক সপ্তাহ আগে তার ৫০তম জন্মদিনে কেনা লাল পোশাকে তাকে সুখী ও সুন্দর দেখাচ্ছিল। তার সে সুন্দর ও সুখী রূপ আমার স্মৃতিতে সব সময় থেকে যাবে। মেলোনি আরও বলেন, একটি শুটিং রেঞ্জ থেকে ওই সন্দেহভাজন বন্দুকটি চুরি করেছে। ঘটনার পর শুটিং রেঞ্জটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

কী উদ্দেশ্যে ওই সন্দেহভাজন গুলি চালিয়েছেন তা এখনও জানাননি পুলিশে। তবে এ হামলা রাজনৈতিক নয় বলে মনে করা হচ্ছে। সম্পাদনা: খালিদ আহমেদ